Overblog
Edit post Follow this blog Administration + Create my blog
Afjal Hossain

আমার প্রথম জাভা প্রোগ্রাম !(Hello Java !)

July 13 2019 , Written by Easy Java Programming

টিউন-১২ঃ  আজকের পর্বে সবাইকে আন্তরিক শুভেচ্ছা কেননা যারা আমার এই ১২ নাম্বার পর্ব পর্যন্ত আসতে পেরেছেন । দেখা যায় Environment Setup করতে করতে অনেক প্রোগ্রামার ঝড়ে যায়।  আপনি অত্যন্ত সেই ঝড়ে পড়াদের দলভুক্ত হননি। আর যারা নতুন তারা আমার আগের পর্ব গুলো দেখে নিন............

আমরা Netbeans IDE ব্যবহার করে কিভাবে জাভা প্রোগাম লেখা যায় সেটি স্টেপ বাই স্টেপ দেখব...

স্টেপ-১ঃ প্রথমেই আমরা নেটবিন টি ওপেন করব।

তারপর Menu bar এর File option এ click করব। তাহলে আমরা উপরের window এর মত একটা window দেখতে পাবো।

স্টেপ-২ঃ

তারপর New Project.. এ click করব...

স্টেপ-৩ঃ

স্টেপ ২ ঠিকঠাক click করলে আমরা এরকম একটা window দেখতে পাবো।

তারপর এখান থেকে আমরা Java Application Select করে Next Button এ click করব...

স্টেপ-৪ঃ

স্টেপ ৩ এর Next Button click করার পর আমরা এরকম একটা window দেখতে পাবো । তারপর এখানে Project Name এর option এ তুমি তোমার project name অথবা তোমার Program name দিবে (যেমনঃ আমি এখানে project name দিয়েছি HelloJava)।

(বিঃদ্রঃ এখানে Create Main Class এর option টি যদি আমরা uncheck করে রাখি তাহলে প্রোগ্রামের মেইন ক্লাস  আর মেইন মেথড আমাদের কে হাতে লিখতে হবে তাই নতুন অবস্থায় এটা check দিয়েই রাখব)

এরপর Finish option টি click করব... 

স্টেপ-৫ঃ

 

 উপরের সব ঠিকঠাক থাকলে আমরা আমাদের প্রোগ্রাম টি দেখতে পাবো। যেমন নীল বৃত্তে আমরা আমাদের HelloJava প্রোগ্রাম টি দেখতে পাচ্ছি।

স্টেপ-৬ঃ

 এরপর আমরা প্রোগ্রামের কমেন্ট গুলো মুছে দিব(না মুছলেও সমস্যা নাই) । তারপর আমরা জাভা  প্রিন্ট ফাংশন ব্যবহার করে, তার ভিতরে ডাবল কোটেশন ব্যবহার করে  HelloJava  লিখবো (চাইলে অন্য কিছু লিখতে পারো)।যেমনঃ- System.out.println(“Hello Java !”);

তারপর আমরা আমাদের প্রোগ্রাম টি execute করার জন্য উপরের menu bar এ গিয়ে Run option এ click করব তারপর Run Project এ click করব ......

স্টেপ-৭ঃ

প্রোগ্রাম টি Successfully Execute হলে  Output এ  Hello Java ! লেখা টা দেখতে পাবে নিশ্চয়ই।

 

প্রোগ্রাম টির বিস্তারিত জানতে টিউন ১২.১ অনুসরণ করুন...............

 

লেখার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পরবর্তী টিউন পেতে সাথেই থাকুন........

Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post